কুমিল্লায় আরও তিনজন করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২০, ২০:৪৮

কুমিল্লায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ নতুন করে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। নতুন আক্রান্ত তিন ব্যক্তির বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।

এদিকে নতুন করে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন আরও চারজন। এ নিয়ে মোট ১৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক জানান, গত ২৪ ঘন্টায় মা-ছেলেসহ আরও তিন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চান্দিনায় মোট ৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন, চান্দিনা উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকার ৬৫ বছর বয়সী মা এবং ৪০ বছর বয়সী ছেলে। ছেলেটির ধানসিঁড়ি আবাসিক এলাকায় মুদি দোকান রয়েছে। অপরজনের বসবাস চান্দিনা পৌরসভার হারং ভূইয়া বাড়িতে। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য (৬৫)। তিনি পরিবারের একজন সদস্যের চিকিৎসার জন্য সম্প্রতি কুমিল্লায় একজন ডাক্তারের চেম্বারে গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :