সিংড়ায় অবরুদ্ধ শ্রমিকদের খাদ্যসামগ্রী দিলেন উপজেলা চেয়ারম্যান

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২০, ২১:১২

নাটোরের সিংড়ায় অবরুদ্ধ শ্রমিকদের বাড়িতে গভীর রাতে খাদ্যসামগ্রী নিয়ে ছুটছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সারারাত ঘুরে প্রায় দেড়শ অসহায় শ্রমিকদের বাড়িতে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। এসময় এই দুর্যোগে সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে অসহায় শ্রমিকদের পাশে থাকার অভিমত ব্যক্ত করেন তিনি।

সূত্রে জানা যায়, হঠাৎ সিংড়ায় একসাথে ৫জন করোনা রোগী শনাক্ত হওয়ায় উপজেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এতে রিকশা-ভ্যানসহ বিভিন্ন মোটরশ্রমিকদের বাড়িতে দেখা দিয়েছে খাদ্য সংকট। তাই এসব অসহায় শ্রমিকদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিঃস্ব হয়ে গেলেও তার এই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :