তালতলীতে শিশুখাদ্যসহ ৬২২ পরিবারের পাশে ইউএনও

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২০, ২২:৩৭

বরগুনার তালতলীতে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ৫০০ সুবিধাভোগী ও ১২২টি শিশু পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

শুক্রবার উপজেলার দুইটি স্পটে সুবিধাভোগী পরিবারগুলোর ভেতরে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

জানা গেছে, তালতলী উপজেলায় সোনাকাটা ইউনিয়নে লাউপাড়া ও ফকিরহাট বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০০ সুবিধাভোগী পরিবারের মাঝে জিআর-এর ১০ কেজি চাল ও ২ কেজি আলু ত্রাণ বিতরণ করা হয়।

এছাড়াও ১২২টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্যের মাঝে রয়েছে এক প্যাকেট দুধ, দুই প্যাকেট সুজি, এক কেজি মসুরের ডাল ও একটা লেক্সাস বিস্কুট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, আলু বিতরণ করা হয়েছে। একই সাথে শিশু খাদ্যও দেওয়া হয়েছে।

তিনি জনসাধারণকে ত্রাণ বিষয়ে কোন পরামর্শ, অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর আহবান জানান।

তিনি বলেন, আপনাদের ইউএনও আপনাদের পাশে আছে সব সময়।

(ঢাকাটাইমস/১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :