প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা আসাদুজ্জামানকে স্মরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২০, ২৩:০০

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সাংসদ, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান রুহের মাগফেরাত কামনায় তার নির্বাচনী এলাকায় একযোগে সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ও বিভিন্ন ওয়ার্ডের সকল মসজিদে একযোগে জুমা নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এতে স্ব-স্ব মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিবরা।

প্রসঙ্গত, সাবেক সাংসদ খন্দকার আসাদুজ্জামান গত ২৫ এপ্রিল বিকালে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী কুলসুম জামান ও ছেলে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক খন্দকার মশিউজ্জামান রোমেল, মেয়ে টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা এমপি অপরাজিতা হক ও তামান্না জামান হকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

(ঢাকাটাইমস/১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :