হবিগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসীর উদ্যোগে ২২৫ পরিবারকে সহায়তা

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২০, ১০:৩৭

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে চলমান দুর্যোগে হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া নোয়াবাদ এলাকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফয়ছল আহমদ চৌধুরী রুবেল। ইতিমধ্যে দুই দফায় ২২৫টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে তার উদ্যোগে।

মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির বাসিন্দা ফয়ছল আহমদ চৌধুরী রুবেল জানান, তার ব্যক্তিগত তহবিল ও সংগৃহীত অর্থ দিয়ে তিনি এই সহায়তা করেছেন।

ফয়ছল আহমদ চৌধুরী রুবেল এই উদ্যোগটি নেন ফেসবুকের মাধ্যমে। সম্প্রতি তিনি নিজ জন্মভুমি হবিগঞ্জের চরহামুয়া নোয়াবাদ এলাকার খেটে খাওয়া মানুষকে সাহায্য করার লক্ষ্যে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তহবিল গঠনের ঘোষণা দেন।

রুবেল বলেন, তাতে সাড়া দেন অনেকে। সংগ্রহকৃত অর্থ এবং তার ব্যক্তিগত তহবিল দিয়ে প্রথম ধাপে গত ১৫ এপ্রিল ১০৫টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়ে।

দ্বিতীয় দফায় গতকাল শুক্রবার (১ মে) একই গ্রামের আরও ১১০টি পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি মুড়ি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি ছোলা এবং ১টি সাবান দেয়া হয়।

সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ মুরব্বি জাফর আলী, এডভোকেট রহমত এলাহী, জাফর আলী, সমাজসেবক ময়না মিয়া, ফজলুল হক মেম্বার, মো. কাউসার আহমদ চৌধুরী এবং তানভীর চৌধুরী।

(ঢাকাটাইমস/১মে/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :