দুস্থদের বাড়িতে ইফতার পৌঁছে দিল কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২০, ২০:৩৩
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন

ফরিদপুরের বোয়ালমারীতে অতিদরিদ্র দুস্থ মানুষের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।

শনিবার দিনব্যাপী উপজেলার ইচাখালী,সাতৈর,কান্দাকুল, শেলাহাটি,বেলজানি খরসূতি ও চন্দনা বারাশিয়া নদী তীরের বেশ কিছু অসহায়, দুস্থ মানুষের বাড়িতে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলনের পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পুরো রমজান মাস ধরে এই কার্যক্রম চলবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হঠাৎ কর্মহীন হয়ে পড়া মানুষে পাশে দাঁড়িয়েছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন। গত ৭ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তিন হাজারের বেশি দরিদ্র পরিবার এসব সহায়তা পেয়েছে।

এছাড়াও আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের ত্রাণ ভাণ্ডারেও আর্থিক অনুদান দিয়েছে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন।

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন সারা বছরই মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে ইতোমধ্যে আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর প্রায় ১০ হাজার মানুষের চোখের চিকিৎসা, সহস্রাধিক মানুষের ছানি অপারেশন, সহস্রাধিক বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে কাজের উপযোগী করে তোলাসহ স্বাস্থ্য, শিক্ষা বঞ্চিতদের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

(ঢাকাটাইমস/২মে/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :