শেরপুরে বজ্রপাতে পোশাকশ্রমিকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২০, ২১:২২

শেরপুরের নকলায় ধান কাটার সময় বজ্রপাতে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শরীফ মিয়া। শনিবার দুপুরে উপজেলার পূর্ব জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরীফ ওই গ্রামের হেদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকার এক পোশাক তৈরির কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন শরীফ। করোনা প্রাদুর্ভাবের কারণে কারখানা বন্ধ হয়ে যায়। তাই সে নকলার নিজ বাড়িতে চলে আসে। আজ শরীফদের বোরো ক্ষেতে ধান কাটা শুরু হয়। এ সময় সহযোগী হিসেবে সেও ধান কাটতে যায়। এ পর্যায়ে দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ধানের আঁটি নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :