করোনা: জামালপুরে এক বছরের সাজাপ্রাপ্ত দুই বন্দির মুক্তি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মে ২০২০, ২২:৫৯

করোনাভাইরাস প্রতিরোধে দেশের কারাগারের বন্দি কমিয়ে আনার লক্ষ্যে কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেলা কারাগার থেকে এক বছরের সাজাপ্রাপ্ত দুই বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার সকালে জেলা কারাগার থেকে নজর আলী ও সাজেদুল ইসলাম নামে এক বছরের সাজাপ্রাপ্ত দুই বন্দিকে মুক্তি দেয় জেলা কারা কর্তৃপক্ষ।

মুক্তিপ্রাপ্ত মো: নজর আলী শেরপুর জেলার কুলুরচর ব্যাপারীপাড়া এলাকার মৃত মন্তাজ আলী ফকিরের ছেলে এবং সাজেদুল ইসলাম জেলার মাদারগঞ্জ উপজেলার উত্তর গবের গ্রামের রওশন আলী মন্ডলের ছেলে।

জেলসুপার মকছেদুর রহমান জানান, করোনাভাইরাস প্রতিরোধে কারাগারের বন্দি ঘণত্ব হ্রাসের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে জামালপুর জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদের সাজাপ্রাপ্ত ২৯ জন বন্দির নামে তালিকা কারা মহাপরিদর্শকের দপ্তরে প্রেরণ করা হয়। ২৯ বন্দির মধ্যে প্রথম ধাপে নজর আলী ও সাজেদুল ইসলাম নামে দুই বন্দিকে সকালে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া দুই বন্দি এক বছর কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

জামালপুর জেলা কারাগারের ৩৪০ বন্দির ধারণ ক্ষমতা থাকলে বর্তমানে ৪৯৫ জন বন্দি রয়েছেন।

(ঢাকাটাইমস/২মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :