ঠাকুরগাঁওয়ে আরও তিনজনের করোনা শনাক্ত

প্রকাশ | ০৩ মে ২০২০, ০০:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নতুন করে ২ জন এবং বালিয়াডাঙ্গীতে একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা।

দিনাজপুর এম আ: রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত তথ্যসূত্রে শনিবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

ঠাকুরগাঁও সিভিল সার্জন বলেন, শনিবার  দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁওয়ে নতুন করে হরিপুর উপজেলায় দুইজন ও বালিয়াডাঙ্গী উপজেলায় একজনসহ মোট তিনজন করোনায় সংক্রমিত হয়েছেন। হরিপুরে আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ, তাদের দুজনেরই বয়স ২০ বছর এবং তারা নারায়ণগঞ্জফেরত।

এছাড়া বালিয়াডাঙ্গীতে একজন পুরুষ আক্রান্ত হয়েছেন তার বয়স ৫৫ বছর। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁওয়ে সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বর্তমানে ১৯ জন। তবে এদের মধ্যে তিনজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও তিনি সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

(ঢাকাটাইমস/২মে/এলএ)