গজারিয়ায় দুই স্বাস্থ্যকর্মীসহ চারজনের করোনা জয়

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মে ২০২০, ১৭:৪৪ | প্রকাশিত : ০৩ মে ২০২০, ১৭:৩৮

মুন্সীগঞ্জের গজারিয়ায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। তারা হলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি অফিসার লিয়াকত আলী (৪৩), সহকারী নার্স আবদুল জলিল (৫০), উপজেলার কালীপুরা গ্রামের ইয়াসিন মিয়া (৩২) ও বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি গ্রামের আমির হোসেন মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম (৫৫)।

গত ১০ এপ্রিল তিনজন ও ১৩ এপ্রিল সানোয়ারা বেগমের করোনা শনাক্ত হয়। এরপর সরকারি ব্যবস্থাপনায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সানোয়ারা এবং অন্য তিনজন ঢাকার উত্তরায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার সন্ধ্যায় সানোয়ারা এবং অন্য তিনজন রবিবার দুপুরে সুস্থতার ছাড়পত্র নিয়ে সংশ্লিষ্ট হাসপাতাল ত্যাগ করেছেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র চিকিৎসক তথ্যের সত্যতা নিশ্চিত করেছন।

(ঢাকাটাইমস/৩মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :