সৈয়দপুরে ইসলামী ব্যাংকের ছয় কর্মীর করোনা শনাক্ত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মে ২০২০, ১৯:৩৫ | প্রকাশিত : ০৩ মে ২০২০, ১৯:১৪

নীলফামারীর সৈয়দপুরের বাংলাদেশ ইসলামী ব্যাংকের ছয় কর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। রবিবার সকালে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ।

এ সৈয়দপুরে অবস্থানকারী দুই ব্যাংক কর্মকর্তার বাড়িসহ আশপাশের মোট ১৩টি বাড়ি এবং দোকান ও হোটেল লকডাউন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

এর মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে তিনজনের করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। এই তিনজনের বাড়ি সৈয়দপুর শহরে ও একজনের নীলফামারী পৌরসভার প্রগতিপাড়ায়।

অপর তিনজনের রিপোর্ট পাওয়া গেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র থেকে। একই দিনে প্রাপ্ত করোনা পজিটিভ ওই তিনজনের বাড়ি রংপুর শহরে। তারা সেখান থেকে সৈয়দপুরে যাওয়া-আসা করতেন। ফলে ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার মোট ছয়জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :