ফরিদপুরে চিকিৎসকের করোনা শনাক্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২০, ২০:৪৯

ফরিদপুরে এক চিকিৎসককের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে রবিবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে। ফরিদপুর জেলায় এ পর্যন্ত ১৫ জন করোনা রোগী শনাক্ত হলো।

যে চিকিৎসকের করনোভাইরাস শনাক্ত হয়েছে তিনি ফরিদপুর মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের একজন সহকারী অধ্যাপক। তিনি ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার বাসিন্দা।

গত ৮ দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। জ্বারাক্রান্ত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছেন।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, করোনাভাইরাস আক্রান্ত ওই চিকিৎসক বাড়িতেই আছেন। তিনি বাড়িতেই থাকবেন। ওই বাড়িতে তার দুই বোন রয়েছে। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে।

তিনি বলেন, তিনি চিকিৎসক বলে সচেতন। এজন্য ওই চিকিৎসকের বাড়িটি বিচ্ছিন্ন করা হচ্ছে না।

প্রসঙ্গত, এই চিকিৎসকসহ ফরিদপুরে এ পর্যন্ত মোট ১৫ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে গত বৃহস্পতিবার তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :