মাগুরায় ৩৮৫ ভিক্ষুক পেলেন অর্থ ও খাদ্য সহায়তা

প্রকাশ | ০৩ মে ২০২০, ২১:০০

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরায় ভিক্ষাবৃত্তি থেকে সরে আসা ৩৮৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা পরিষদের মাধ্যমে সমাজকল্যাণ পরিষদ এ সহায়তা তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকারসহ প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনাভাইরাসের প্রার্দুভাব এড়াতে পৌরসভা ও সদরের ১৩ ইউনিয়নের ৩৮৫ জন তালিকাভুক্ত সাবেক ভিক্ষুকদের মধ্যে এ ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে নগদ ৫০০ টাকা, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, চিনি ১ কেজির প্যাকেট দেয়া হয়। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হলো।

মাগুরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আলম জানান, করোনা পরিস্থিতিতে জেলা সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের সাহায্যে ৬ লাখ টাকা প্রদান করবে। যার মধ্যে রবিবার পৌরসভা ও সদরের ১৩ ইউনিয়নের ভিক্ষুক, প্রতিবন্ধী ভিক্ষুকদের মাঝে নগদ ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা দেয়া হয়েছে। পরবর্তীতে জেলার বিভিন্ন উপজেলায় এ নগদ অর্থ সহায়তা দেয়া হবে।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)