মাগুরায় ৩৮৫ ভিক্ষুক পেলেন অর্থ ও খাদ্য সহায়তা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২০, ২১:০০

মাগুরায় ভিক্ষাবৃত্তি থেকে সরে আসা ৩৮৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা পরিষদের মাধ্যমে সমাজকল্যাণ পরিষদ এ সহায়তা তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা সমাজসেবা অফিসার ঝুমুর সরকারসহ প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনাভাইরাসের প্রার্দুভাব এড়াতে পৌরসভা ও সদরের ১৩ ইউনিয়নের ৩৮৫ জন তালিকাভুক্ত সাবেক ভিক্ষুকদের মধ্যে এ ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে নগদ ৫০০ টাকা, চাল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, চিনি ১ কেজির প্যাকেট দেয়া হয়। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হলো।

মাগুরা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আলম জানান, করোনা পরিস্থিতিতে জেলা সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের সাহায্যে ৬ লাখ টাকা প্রদান করবে। যার মধ্যে রবিবার পৌরসভা ও সদরের ১৩ ইউনিয়নের ভিক্ষুক, প্রতিবন্ধী ভিক্ষুকদের মাঝে নগদ ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা দেয়া হয়েছে। পরবর্তীতে জেলার বিভিন্ন উপজেলায় এ নগদ অর্থ সহায়তা দেয়া হবে।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :