চুয়াডাঙ্গায় ত্রাণ বিতরণে অনিয়ম, শ্রমিকদের বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২০, ২১:১৪

চুয়াডাঙ্গায় ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ত্রাণ নিতে আসা মটর শ্রমিকরা। রবিবার দুপুরে দর্শনা পৌরসভা চত্বরে এ বিক্ষোভ হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে সকল উপজেলায় কর্মহীনদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় দর্শনা পৌরসভা প্রাঙ্গণে মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের তালিকাভুক্ত ৩০০ জন শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছিল। এসময় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

বিক্ষোভের খবর পেয়ে পৌর মেয়র মতিয়ার রহমান, সেনাবাহিনীর একটি টিম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় তাৰক্ষণিক বিতরণ কার্যক্রম বন্ধ করে বাকিদের ত্রাণ পৌর হেফাজতে রাখা হয়।

ঢাকাটাইমস/৩মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :