মুন্সীগঞ্জে চিকিৎসকদের পিপিই দিলেন কোরিয়া প্রবাসীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ মে ২০২০, ২১:২৮ | প্রকাশিত : ০৩ মে ২০২০, ২১:১৭

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে চিকিৎসকদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) উপহার দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া। রবিবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজামান তালুকদারের হাতে উপহারের ৫০টি পিপিই তুলে দেওয়া হয়।

একইদিন দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজার হাতে ৬০টি, সর্বমোট মোট ১১০ পিপিই তুলে দেওয়া হয়।

সংগঠনের পক্ষে পিপিই হস্তান্তর করেন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার মুন্সীগঞ্জ প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব।

এসময় আরো উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, সাংবাদিক শুভ ঘোষ, জাহাঙ্গীর আলম, মনসুর বেপারী, সাকিব আহমেদ বাপ্পিসহ অন্যরা।

আরাফাত রায়হান সাকিব জানান, মহামারি করোনার বিরুদ্ধে যুদ্ধে ডাক্তাররা ফ্রন্ট লাইন ফাইটার। তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে প্রয়োজন। এ চিন্তা ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের সংগঠন “ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া” এসব পিপিই উপহার পাঠিয়েছে। শুধু মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে নয় দেশের সকল জেলায় সংগঠনের পক্ষ থেকে ডাক্তারদের জন্য পিপিই উপহার দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :