কুমিল্লায় স্বাস্থ্যকর্মীসহ আরও আটজনের করোনা শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২০, ২১:২৯

কুমিল্লার লাকসামে স্বাস্থ্যকর্মী এবং দেবিদ্বারে মা-মেয়েসহ জেলা নতুন করে আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে দেবিদ্বার ৫ জন, বরুড়া দুইজন ও লাকাসামে একজন। এ নিয়ে কুমিল্লায় মোট ৯২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।

রবিবার আটজনের করোনা শনাক্তের বিষয় নিশ্চিত করেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আহম্মেদ কবীর জানান, দেবিদ্বার উপজেলা সদরে মা-মেয়েসহ নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ৩০ এপ্রিল দেবিদ্বার সদরে করেনায় মারা যাওয়া শঙ্কর হোমিও ফার্মেসির মালিক ডা. সুকুমার চন্দ্র দে’র নাতি, ওই একই বাড়ির মা ও তার স্কুল পড়ু–য়া মেয়ে, মাছিমপুর গ্রামের একজন এবং শঙ্কর হোমিও ফার্মেসির এক কর্মচারী। এ নিয়ে দেবিদ্বারে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে এক ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তিনি হাসপাতালের পাশেই থাকতেন। তার পরিবারের মধ্যে দুইজনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের নমুনার রিপোর্ট আগামীকাল দেয়া হবে।

অন্যদিকে বরুড়া উপজেলায় আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে আক্রান্ত থানার পুলিশের এসআই বিকাশের দাদি ও সিএনজি চালিত অটোরিকশা চালকের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নিসাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, রবিবার (০৩ মে) পর্যন্ত কুমিল্লায় সংগ্রহকৃত দুই হাজার ৩৫টি নমুনার মধ্যে এক হাজার ৮৯২টি রিপোর্ট প্রকাশ হয়েছে। তার মধ্যে ১৪ উপজেলার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ২২ জন আক্রান্ত ব্যক্তি।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :