সিরাজদিখানে চিকিৎসক-পুলিশসহ ছয়জনের করোনা শনাক্ত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মে ২০২০, ২২:৫৯

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চিকিৎসক ও পুলিশের তিন সদস্যসহ ছয়জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় ১৭ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে এ উপজেলায় সর্বমোট ২৯ জনের করোনা শনাক্ত হলো।

ররিবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সিরাজদিখান থানার একজন এসআই, একজন পিএসআই ও আরেকজন গোয়েন্দা সংস্থা ডিএসবিতে কর্মরত এসআইয়ের করোনা শনাক্ত হয়েছে। বাকি দুজনের একজন নারী ও আরেকজন একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী।

এদিকে সিরাজদিখানে ৭০ বছর বয়সী বৃদ্ধাসহ তিনজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান।

(ঢাকাটাইমস/৩মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :