চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের আট আসামির সাজা মওকুফের নির্দেশনা

প্রকাশ | ০৪ মে ২০২০, ১২:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের আট আসামির সাজা মওকুফের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  গত শনিবার থেকে এ পর্যন্ত তিন দফায় তাদের সাজা মওকুফের এসব নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার ইসমাইল হোসেন।

তিনি জানান,  সাজা মওকুফপ্রাপ্ত এ আট আসামির মধ্যে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে। তারা হলেন- শিবগঞ্জ উপজেলার মিস্ত্রিপাড়া বড়হাদিনগর গ্রামের তরিকুল ইসলাম ও মনাকষা গ্রামের মনোজিত এবং কালিগঞ্জ গ্রামের সুলতান ওরফে ডাকু। বাকি পাঁচজনের বিভিন্ন পরিমানে অর্থদণ্ড থাকায় তা পরিশোধ করলেই তারা ছাড়া পাবেন।

তারা হলে- শিবগঞ্জ উপজেলার জগন্নাতপুর চাপড়ীপাড়া গ্রামের আব্দুল রহিম, একই উজেলার সোনারপুরমাঠ টিয়াকাঠি গ্রামের বুলবুল আহম্মেদ, সদর উপজেলার রাজারামপুর সিসিডিবিমোড় এলাকার ইব্রাহিম আলী, আরামবাগ পশ্চিমপাড়া মহল্লার সুমন পারভেজ এবং সামিউল আলী।

তিনি আরও জানান, জেলা কারাগারে ১৭৫ জনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে ৯৬৯ জন আসামি রয়েছে। তাই করোনাভাইরাস সংক্রমণ রোধে ১০২ জন আসামির সাজা মওকুফ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছিল।এর মধ্যে এ আটজনের সাজা মওকুফের নির্দেশনা দেওয়া হয়। তারা সকলেই মাদক মামলার আসামি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সর্বোচ্চ এক বছরের সাজা দেওয়া হয়েছিল।

ঢাকাটাইমস/৪মে/পিএল