মাগুরায় ৫০০ পরিবারে রেড ক্রিসেন্টের খাদ্যসামগ্রী

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২০, ১৬:০০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিট করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ চত্বরে ২৫০ জন দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী আখতার দুখু ও জেলা পরিষদ সদস্য আনিছুর রহমান খোকন প্রমুখ।

জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু জানান, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় অফিস থেকে জেলায় ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণের জন্য দেয়া হয়েছে। এর মধ্যে সোমবার ২৫০ প্যাকেট বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি লবন, এক কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি।

(ঢাকাটাইমস/৪মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :