মির্জাপুরে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২০, ১৬:০৯

টাঙ্গাইলের মির্জাপুরে আদাসহ নিত্যপণ্য বেশি দামে বিক্রির অপরাধে তিন কাঁচামাল দোকানিসহ আটজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন কাঁচা বাজার পরিদর্শনে গিয়ে এ জরিমানা আদায় করেন।

টাঙ্গাইল সদরের কাঁচা মালের গুদামে দেশি আদা ১৭০-১৮০ টাকা ও বিদেশি আদা ১৬০-১৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও মির্জাপুর বাজারে তা ৩০০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন দোকানিরা। সকালে বাজার মনিটরিং করে অতিরিক্ত দামে আদা বিক্রির অপরাধে বাজারের তিন দোকানিকে জরিমানা করেন বিচারক। এছাড়া সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় আরও পাঁচ দোকানির কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের আওতায় নিত্যপণ্য বেশি দামে বিক্রি ও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় আট দোকানির কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :