চকবাজারে রেজাউল করিমের খাদ্রসামগ্রী বিতরণ

প্রকাশ | ০৪ মে ২০২০, ২১:২৩

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। তিনি ঘরবন্দি মানুষের ঘরে গিয়ে খাদ্যসামগ্রী তুলে ‍দিচ্ছেন। তার ব্যক্তিগত তহবিল থেকে এসব সহায়তা করা হচ্ছে।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার নগরীর চকবাজারস্থ আদি মা মগদেশ্বরী ও কৃষ্ণ মন্দির, চকবাজার ফুলতলা জেলে পাড়া, হরিপদ মাষ্টার পাড়া, ফুলতলা বিষ্ণু মন্দির পাড়া, মক্কী কলোনীস্থ অঞ্জনা কলোনি, বাদুরতলা চৌধুরী কলোনির হিন্দু পাড়া, পাড়া প্রধান ও সর্দারদের নিজ বাসায় ডেকে পাড়াবাসীদের জন্য খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।  

রেজাউল করিম বলেন, সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানাচ্ছি। দেশের বিশাল সংখ্যক জনগোষ্ঠীর সামাজিক দূরত্ব নিশ্চিতে ও প্রত্যেকের মুখে খাবার তুলে দিতে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনৈতিক পদ ছাড়া কোনো রকম নির্বাহী দায়িত্বে না থেকেও মানুষের পাশে থাকায় এলাকায় প্রশংসা কুড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

(ঢাকাটাইমস/৪মে/কেএম)