নেত্রকোণায় দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২০, ২৩:০৬

নেত্রকোণার পূর্বধলায় গরুর শশাগাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন কৃষক নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত ২২ জন। সোমবার বিকালে নিহত আবুল বাশার (৩৩) উপজেলার বাড়হা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।

গুরুতর আহত ছয়জন আবুল বাশার (৩৩), লিটন মিয়া (৩০), আজিজুল ইসলাম (৪০), হক মিয়া (৩৫), আব্দুল মান্নান (৩৫) ও রাশিদা বেগমকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া ৪টার দিকে আবুল বাশার মারা যান। বাকি আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, গ্রামের মঞ্জুরুল হক ও নওয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে নওয়াব আলীর গরু মঞ্জুরুল হকের শশা ক্ষেতে ঢুকে শশাগাছ খেয়ে ফেলে। এ নিয়ে দুই পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দফায় দফায় দুই পক্ষ সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষে আহত মঞ্জুরুল হকের পক্ষের আবুল বাশার মারা যান।

থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৪মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :