ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি লকডাউন

প্রকাশ | ০৫ মে ২০২০, ১২:১৯ | আপডেট: ০৫ মে ২০২০, ১২:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত হওয়ায় সোমবার রাতে ফাঁড়িটি লকডাউন করা হয়। একইসঙ্গে সেখানে কর্মরত সব পুলিশ সদস্যকে আইশোলেশনে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেখানে নতুন টিম পাঠানো হয়েছে। পুরোনো পুলিশ সদস্যরা সেখানে যারা কাজ করতেন তাদের করোনা পরীক্ষা করানো হবে। পরীক্ষায় নেগেটিভ আসলে লকডাউন তুলে দেওয়া হবে।’
করোনায় আক্রান্ত পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ফাঁড়িটির ইনচার্জ ছিলেন। তার অধীনে আট পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন।
বাচ্চু মিয়া কয়েকদিন ধরে মাঝেমধ্যে জ্বর অনুভব করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়। সোমবার সন্ধ্যায় জানতে পারেন করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হয়েছে।
ডিএমপির একটি সূত্র জানিয়েছে, লকডাউন হওয়ায় ফাঁড়িতে এখন আর কোনো পুলিশ সদস্য অবস্থান করবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।
(ঢাকাটাইমস/৫মে/এএ/এইচএফ)