ভেড়ামারায় ৪০০ পরিবারকে ত্রাণ সহায়তা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মে ২০২০, ২৩:৪৫

কুষ্টিয়ার ভেড়ামারায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সাড়ে ৪০০ অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভেড়ামারা রঘুনাথ জিউর মন্দিরে এ ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, সহকারী অধ্যাপক ডা. রতন কুমার পাল, ভেড়ামারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমরচাঁদ কুন্ডু, সাধারণ সম্পাদক কাত্তিক চন্দ্র কুন্ডু, সাবেক সভাপতি ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস, সহসভাপতি নন্দ দুলাল কুন্ডু, গোপাল চন্দ্র পন্ডিত, অসিম কুমার রায়, মহাদেব কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, উত্তম দেবনাথ, সঞ্জয় সরকার, দপ্তর সম্পাদক গৌতম কুন্ডু, সাংগঠনিক সম্পাদক পদ শর্মা, বিরেন সিংহ রায়, স্বপন ঘোষ, অমূল্য ঘোষ, সুফল কুন্ডু, বসু বিশ্বাস, বিপুল দেবনাথ, রতন ঘোষ, অশিষ সাহা, বিপদ কর্মকারসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

ভেড়ামারা হিন্দু সম্প্রদায়ের সচ্ছল ব্যক্তিদের অর্থায়নে পূজা উদযাপন পরিষদের ব্যানারে ত্রাণ সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম ডিটারজেন পাউডার প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/৫মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :