চাঁপাইনবাবগঞ্জে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ মে ২০২০, ১২:৩৩ | প্রকাশিত : ০৬ মে ২০২০, ১২:০১

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার কর্মহীন ও দরিদ্র-অসহায় ২০০০ পরিবারকে ত্রাণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার সকাল ১০টার দিকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এ ত্রাণ চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের উদ্যোগে দেওয়া হয়েছে।

রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার বিভিন্ন সীমান্তের এসব পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

তিনি জানান, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি করোনার এ দুযোর্গ মূহুর্তে কর্মহীন অসহায়দের সহায়তা করেন আসছে। এরই ধারাবাহিকতায় বিদ্যানন্দ ফাউন্ডশনের খাদ্যসামগ্রীগুলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছানো হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক মাহমুদুল হাসান, কোম্পানি ও বিওপি কমান্ডারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

ঢাটাইমস/৬মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :