চুয়াডাঙ্গায় মৃত সেই যুবকসহ আরও আটজনের করোনা পজেটিভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০২০, ২০:২৫

চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া জাহিদুল ইসলাম নামে সেই যুবকের নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় জেলায় আটজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার পাঁচজন। এর মধ্যে একজন উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া উপজেলার বলদিয়া গ্রামের ওই যুবক। তিনি গত ৩০ এপ্রিল রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১ মে সকালে তাকে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করা হয়। তবে তার পরিবার রাজশাহী না নিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার ঘণ্টখানেক পরই তার মৃত্যু হয়। এরপর তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া নতুন শনাক্ত অন্যদের মধ্যে দামুড়হুদা উপজেলার একজন ও আলমডাঙ্গার একজন।

তিনি আরও জানান, নতুন শনাক্তদেরসহ এ পর্যন্ত ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন।

ঢাকাটাইমস/৬মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :