আট হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মে ২০২০, ২১:৫৫

ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও আট হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

বুধবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ শাখার আয়োজনে গুলিস্থানে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন করেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

নিখিল জানান, এ কার্যক্রমে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া আট হাজার পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, বিস্কুট বিতরণ করা হচ্ছে।

এসময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহসভাপতি নাজমুল হোসেন টুটুল, দ্বিল মোহাম্মদ খোকা, মুরসালিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক জাফর আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য আরমান হক বাবু, সৈয়দ মাসুদ হাসান রুমী, গোফরান গাজী, খন্দকার আরিফু-উজ-জামান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬মে/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :