গাইবান্ধায় সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণাসহ চার মামলা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মে ২০২০, ০৯:২২ | প্রকাশিত : ০৭ মে ২০২০, ০০:০৪

সাংবাদিকতার আড়ালে নানা লোকের কাছে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে আতিক বাবুর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় চুরিসহ চারটি মামলা হয়েছে। এদিকে মামলার বাদীদের গুলি করে মেরে ফেলাসহ নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মামলার বাদীরা।

তারা বলছেন, তার বিরুদ্ধে বিভিন্ন কারণেই এতদিন মামলা করতে সাহস পাইনি। এখনই বা মামলা করে কী লাভ হলো, সে তো পুলিশের সামনেই ঘুরছে, কিন্তু গ্রেপ্তার হচ্ছে না।

বুধবার সন্ধ্যায় সর্বশেষ মামলাটি করেন বগুড়ার শাহজাহানপুর থানার গন্ডগ্রাম হিন্দুপাড়া গ্রামের প্রদীপ কুমার মোদক। তিনি গাইবান্ধার কুপতলা ইউনিয়নে রামপ্রসাদ গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।

এর আগে ২২, ২৫ ও ২৮ এপ্রিল তার বিরুদ্ধে সদর থানায় চুরি ও প্রতারণার অভিযোগে পৃথক তিনটি মামলা হয়।

আতিক বাবুকে ইতোপূর্বে বিভিন্ন অভিযোগের কারণে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জেলা প্রতিনিধি থেকে বরখাস্ত করে।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আতিক বাবুর বিরুদ্ধে সদর থানায় এক সপ্তাহে তিনটি এবং আজও একটি মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :