কুমিল্লায় কৃষি কর্মকর্তাসহ আরও আট করোনা রোগী শনাক্ত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মে ২০২০, ১৭:২৬ | প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৭:১৯

কুমিল্লার দেবিদ্বার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ও তার স্ত্রীসহ জেলার আরও আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১১৬ জনে। বৃস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা সিভিল সার্জন মো: নিয়াতুজ্জামান জানান, জেলার নতুন শনাক্ত আট করোনা রোগীর মধ্যে দেবিদ্বার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ও তার স্ত্রীসহ তিনজন। এছাড়া কুমিল্লা নগরীর একজন, আদর্শ সদরের একজন, সদর দক্ষিণের একজন, মুরাদনগরে একজন এবং মেঘনা উপজেলার একজন।

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে ২৮৫২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২৫৫৭ জনের। এর মধ্যে নতুন আটজনসহ ১১৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। যার মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। সুস্থ হয়েছেন ২৬ জন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলায় শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে দেবিদ্বার উপজেলার সবচেয়ে বেশি। এ উপজেলায় ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ঢাকাটাইমস/৭মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :