টাঙ্গাইলে ওসি-স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৭:৩৩

টাঙ্গাইলে পুলিশের একজন পরিদর্শক (ওসি) ও চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ১২ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানসহ এ উপজেলায় আরো একজন, ধনবাড়ী উপজেলার তিনজন, ভূঞাপুরে একজন, কালিহাতীতে দুইজন, দেলদুয়ারে দুইজন ও মির্জাপুর উপজেলার দুইজনের নাম জানা গেছে।

সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত তিনদিনের ২৮৫টি রিপোর্ট পেন্ডিং ছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ১২০টি নমুনায় ১২ জনের করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়। এদের মধ্যে একজন ওসি এবং চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্তদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। এদের মধ্যে ঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই ১১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’

(ঢাকাটাইমস/৭মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :