মাদারীপুরে বিষ মিশিয়ে বানর হত্যায় তদন্ত কমিটি গঠন

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৯:৪৫

মাদারীপুর পৌর শহরের চরমুগরিয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বানর হত্যার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমি‌টি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্তি জেলা হাকিম লুৎফুন নাহার নাজীমকে প্রধান করে এ কমি‌টি গঠন করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।

কমি‌টির অন্য সদস্যরা হলেন- অতি‌রিক্ত পু‌লিশ সুপার বদরুল আলম মোল্লা, জেলা প্রাণি সম্পদ র্কমর্কতা আবু বকর সি‌দ্দিক ও সহকারী বন সংরক্ষক তাপস কুমার সেন গুপ্ত। কমি‌টি‌কে আগামি ‌তিন কার্য‌দিব‌সের ম‌ধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকালে চরমুগরিয়ার মধ্যখাগদি এলাকায় খাবারের সঙ্গে বিষ মি‌শি‌য়ে ১৬টি বানর হত্যা করে দুর্বৃত্তরা। খবর পে‌য়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন সামাজিক বন বিভাগের কর্মকর্তারা। পরে মৃত বানরগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা প্রাণি সম্পদ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় ফৌজদারি এবং বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আলাদা দুটি মামলা করেন বন সংরক্ষক তাপস কুমার সেন গুপ্ত। তারই ধারাবা‌হিকতায় এ তদন্ত কমি‌টি গঠন করা হয়েছে।

ঢাকাটাইমস/৭মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :