করোনায় উপাচার্যের মৃত্যুতে ইউজিসি সদস্যের শোক

প্রকাশ | ০৭ মে ২০২০, ২১:৪৫ | আপডেট: ০৭ মে ২০২০, ২১:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রবীণ শিক্ষাবিদ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

বুধবার দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার এক শোকবার্তায় ড. মুহাম্মদ আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষকের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তার পরিজন ও শুভানুধ্যায়ীরা এই শোক কাটিয়ে উঠতে পারবেন বলে আশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত ৫ মে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি নাজমুল করিম। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল গভীর রাতে মারা যান তিনি।

(ঢাকাটাইমস/০৭মে/টিএটি/জেবি)