কুষ্টিয়ায় আগুনে পুড়ল পাঁচ দোকান, আহত ২ পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২০, ১৪:০৮

কুষ্টিয়ার খোকসায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম বাজারে এ আগুন লাগে। এ ঘটনায় আগুন নেভাতে যাওয়া মানুষের উপরে লাঠি চার্জ করেন ভবানীগঞ্জ পুলিশ সদস্যরা। এসময় এলাকাবাসী উত্তেজিত হয়ে পুলিশের উপরেও চড়াও হয়। এতে সাইদুল ইসলাম ও মেজবা নামে দুই পুলিশ সদস্য আহত হন।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো-রাব্বি টেইলার্স, হাবিব কসমেটিকস, হাজরা ড্রাগ হাউজ, পিয়ারুল স্টোর (মুদি দোকান), তহুরা স্টোর (সার ও মুদি দোকান)। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

স্থানীয়রা অভিযোগ করে জানায়, ভোরে বনগ্রাম বাজারে রাব্বি ক্লথ এন্ড টেইলার্স এ আগুন লাগে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী চারটি দোকানে। এরপর সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। এসময় পুলিশ এসে তাদের ওপর লাঠি চার্জ করলে উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন।

তবে গণজমায়েত কমাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে দাবি এ দুই পুলিশ সদস্যের।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের সঙ্গে ধাক্কাধাক্কিতে এ দুই পুলিশ সদস্য আহত হন বলে জানান তিনি।

ঢাকাটাইমস/৮মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :