ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে চা দোকানির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২০, ১৭:২২

ঝিনাইদহের শৈলকুপা হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক চা দোকানির মৃত্যু হয়েছে। শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের চা দোকানি শহিদুল ইসলাম (৬০) শ্বাসকষ্ট ও পেট ব্যথা নিয়ে বুধবার শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ থাকায় তাকে আইসোলেশনে রাখে। বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

শৈলকুপা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, করোনার একাধিক উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এ ব্যক্তি হাসপাতালে এসেছিল। তাকে আইসোলেশনে রাখার ১দিন পর মৃত্যু হলো। নিহত এ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে শুক্রবার সকালে কবিরপুর নিজ গ্রামে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।

এসময় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ, ফিল্ড সুপারভাইজার আব্দুর রাজ্জাক, ইমাম প্রতিনিধি খাইরুল ইমলাম, সাংবাদিক আব্দুল জব্বারসহ নিহত ব্যক্তির স্বজন ও স্বল্পসংখ্যক প্রতিবেশী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :