বাগেরহাটে নারীদের খাদ্য সহায়তা দিয়েছে ‘নারী উন্নয়ন ফোরাম’

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২০, ১৯:৫৫

বাগেরহাটে দরিদ্র নারীদের খাদ্য সহায়তা দিয়েছে ‘নারী উন্নয়ন ফোরাম’। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। উপজেলার ৩০০ জন নারীর হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

এসময় উপস্থিত জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন জানান, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র নারীদের সহায়তার উদ্দেশে উপজেলার দশটি ইউনিয়নের নারীদের একটি তালিকা তৈরি করেছে নারী উন্নয়ন ফোরাম। এ তালিকার আওতায় প্রতিটি ইউনিয়ন থেকে ৩০ জন করে মোট ৩০০ জন নারীকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলামসহ জেলা নারী উন্নয়ন ফোরামের নেতারা।

ঢাকাটাইমস/৮মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :