ফরিদপুরে আরও তিনজনের করোনা শনাক্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২০, ২০:২৪

ফরিদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ২৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে নতুন করে তিনজন শনাক্ত হওয়ায় জেলা এ পর্যন্ত মোট ২৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

তিনি জানান, জেলার নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের এক টেকনিশিয়ান করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নে।

জেলার মধুখালী উপজেরার জাহাপুর ইউনিয়নের এক তরুণের করোনা শনাক্ত হয়েছে। সে ঢাকার মিরপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালের গাড়ির চালক। গত পাঁচদিন আগে তিনি বাড়িতে আসেন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আরেকজন। তিনি ঢাকার মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বৃহস্পতিবার তিনি ফরিদপুরে আসেন।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :