আলফাডাঙ্গায় আরও একজনের করোনা শনাক্ত

প্রকাশ | ০৮ মে ২০২০, ২১:১২

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুজনে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, এই করোনা আক্রান্তের বাড়ি উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া গ্রামে। তবে তিনি উপজেলা সদরের ডাকবাংলো সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকেন। তার বয়স ৩৫ বছর। তিনি ঢাকার মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বৃহস্পতিবার তিনি এলাকায় আসেন। বর্তমানে তিনি ভাড়া বাসায় চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা প্রশাসন তার বাসাটি লকডাউন করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান ঢাকাটাইমসকে জানান, আজ দুজনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে এর মধ্যে একজনের পজিটিভ পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)