ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী শনাক্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২০, ০০:১৯

পাবনার ঈশ্বরদী উপজেলায় এই প্রথম একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত রোগী উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেষ প্রান্ত এবং দাশুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম লক্ষিকোলা চাঁদপুর গ্রামের মধ্য বয়সী (৫১)।

স্থানীয়রা জানান, ঢাকাফেরত ওই যুবক ঢাকার একটি কারখানায় কাজ করতেন। ১৪ দিন আগে তিনি বাড়ি আসেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম শামিম জানান, ৬ মে ওই ব্যাক্তিসহ ১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শুক্রবার প্রাপ্ত রিপোর্টে ১ জনের পজিটিভ পাওয়া গেছে। করোনা পজিটিভ ওই পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঈশ্বরদী উপজেলায় এ পর্যন্ত মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানান, বিষয়টি জানার পর আজই ওই গ্রামে গিয়ে বাড়িটি লাল পতাকা দ্বারা চিহ্নিত করা হয় এবং গ্রামটি অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারটিকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :