সুনামগঞ্জে সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৯ মে ২০২০, ০০:২৯

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় উভয়পক্ষের ৮ জনকে সুনামগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান পক্ষের সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের মুহিবুর রহমান পক্ষের। কথা কাটাকাটির এ ঘটনাটি পরবর্তীতে সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এর মধ্যে গুরুতর আহতরা হলেন- মুহিবুর রহমান (৩৫) এর পক্ষের মুহিবুর রহমান, মখদ্দুছ মিয়ার ছেলে লাবিব হোসেন ও দিলোয়ার হোসেন, সেজমিন আক্তার (৪০)। অন্যান্য আহতরা হলেন- মুতালিন (১৮), হেলাল মিয়া (৩২), সানুয়ার (৩০), মেম্বার মিজানুর রহমানের পক্ষের সিরাজুল ইসলাম সাজুলের ছেলে তোফায়েল আহমদ (৪০), আবিদ নূরের ছেলে দিলদার আহমদ (২১), আবুল খয়েরের ভাগ্না সাইফুর রহমান (২২), মৃত আলেক উদ্দিনের ছেলে ইশতাকুল মিয়া (৫০) ও একই গ্রামের শফিকুল ইসলাম।

গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো পক্ষই আমাদের কাছে আসেনি। এলে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :