কবিতা

মানুষের ঠিকানা

প্রকাশ | ০৯ মে ২০২০, ১৩:০৫

জয়নুল আবেদীন

যে যাহা পারি করি যেন দান

 

না খেয়ে না যায় কারো প্রাণ।

 

সকল দানই উত্তম

 

গোপনে হলে খুশি হয় গ্রহীতা।

 

 

বিত্তবানের দানে

 

সুখী হয় দুঃখীজনে।

 

মর্ত্যের নরক যায় দূরে

 

সুখী দুঃখী মিলে।

 

 

আলোর প্রভু কৃপা যদি করে

 

অনাহারে কেউ না ভোগে।

 

জ্ঞানে কৃপণ

 

মান আর যশ খোঁজে।

 

 

পৃথিবীতে মানুষ  রকমারি

 

ধন আর মানের হানাহানি।

 

মান দিয়ে ধন কে চায় বলো!

 

কেমন মানে মানুষ তাকে বলো?

 

 

মানবসেবা গণনা না করি

 

সুনাম আর খ্যাতির জন্যে,

 

ধন নিতে মান যেন না যায়

 

ধনী মানুষের জ্ঞান যেন হয়।

 

 

মানুষে মানুষ সহযোগিতা করি

 

গৃহে বন্দিমানুষ না খেয়ে মরে।

 

আগে পরে সকলে যাবো চলে

 

মানুষের ঠিকানা যেন না যায় ভুলে।