বাড়িভাড়া মওকুফ করলেন সুনামগঞ্জ জেলা আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক,সুনামগঞ্জ
| আপডেট : ০৯ মে ২০২০, ১৫:৪৩ | প্রকাশিত : ০৯ মে ২০২০, ১৫:৩০

বাড়িভাড়া মওকুফ করলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবীর রোমেন। তার হাসননগরস্থ মূল বাসভবনের পাশে পাকা টিনসেডের একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ১২টি পরিবার থাকে। করোনা পরিস্থিতিতে রোজগার কমে যাওয়ায় তাদের ভাড়া মওকুফ করেছেন জেলা আদালতের সাবেক এ পিপি।

দুঃসময়ে বাড়িওয়ালার এমন মহানুভবতায় কৃতজ্ঞতা জানিয়েছেন ভাড়াটিয়ারা।

জানা গেছে, প্রতি মাসে ওই ভাড়াটিয়াদের থেকে প্রায় ৫০ হাজার টাকা পান তিনি। কিন্তু করোনার কারণে অসহায় হয়ে পড়া ওই পরিবারগুলোর এপ্রিল ও মে মাসের ভাড়া মওকুফ করে দেন এ নেতা। পাশাপাশি ভাড়াটিয়াদের কোন সমস্যা হলে তার কাছে প্রাণ খুলে বলার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে খায়রুল কবীর রোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা দুর্যোগ মোকাবিলায় দেশের অসহায় মানুষের সহায়তায় নানা উদ্যোগ নিয়েছেন। এ দুর্যোগ মোকাবিলায় তার পাশে দাঁড়িয়ে আমাদেরও অসহায়দের সহায়তা করা উচিৎ।’

ঢাকাটাইমস/৯মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :