‘ভুয়া’ ফেসবুক আইডি নিয়ে অস্বস্তিতে ফখরুল!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ মে ২০২০, ১৫:৪৬ | প্রকাশিত : ০৯ মে ২০২০, ১৫:৩৯

নানা সময়ে রাজনৈতিক ব্যক্তিত্ব বা সেলিব্রেটিদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার খবর শোনা যায়। কখনো কখনো একাধিক অ্যাকাউন্টও দেখা যায়। এ নিয়ে কেউ প্রতিবাদ করেন আবার কেউ খবরও রাখেন না। তবে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটেছে অনেক। এতে যাদের নামে অ্যাকাউন্ট খোলা হয় তারা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়েন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামেও ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এর আগেও একাধিকবার ফেসবুক অ্যাকাউন্ট না থাকার বিষয়টি গণমাধ্যমে জানিয়েছিলেন তিনি। তারপরও শুনতে পান তার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যা তার মধ্যে অনেকটা অস্বস্তির জন্ম দিয়েছে।

শনিবার গণমাধ্যমে এক বিবৃতি দিয়ে ‘ভুয়া’ ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সবাইকে আবারও সতর্ক করলেন এই প্রবীণ রাজনীতিক। যাতে তিনি লিখেছেন, ‘আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।’

বিবৃতিতে ফখরুল বলেন, ‘অনেক দিন থেকে লক্ষ্য করছি যে, কুচক্রী মহল থেকে আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি এর আগেও বলেছি এবং এখনও অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। সুতরাং এই সমস্ত ভুয়া অ্যাকাউন্টের কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায়-দায়িত্ব আমার নয়।’

তার নাম ব্যবহার করে এসব ভুয়া অ্যাকাউন্ট খুলে চালানো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।’

(ঢাকাটাইমস/০৯মে/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :