ফরিদপুরে আট ব্যবসায়ীর অর্থদণ্ড

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২০, ১৬:২২

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দূরত্ব বজায় না থাকা এবং ভোক্তা অধিকার আইন অমান্য করায় আট ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড দিয়েছে। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ফরিদপুর শহরের নিউমার্কেট, গোয়ালচামট মোড় এবং হেলিপোড বাজারের আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম আফরোজ শাহীন খসরু।

নির্বাহী হাকিম আফরোজ শাহীন খসরু জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার সারাদেশে কিছু বিধি নিষেধ আরোপ করেছে। যারা এই আদেশ অমান্য করছেন- তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারি নির্দেশ অমান্য করায় সাত এবং ভোক্তা অধিকার আইন না মানায় এক ব্যবসায়ীকে সর্বমোট এক লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন জেলা স্যানেটারি পরিদর্শক বজলুর রশিদ ও র‌্যাব-৮ এর সদস্যরা।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :