বাগেরহাটে ১৯ কারাবন্দির মুক্তি

প্রকাশ | ০৯ মে ২০২০, ১৬:৩৯

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বাগেরহাট জেলা কারাগারের ১৯ জন বন্দিকে মুক্তির অনুমতি দিয়েছে সরকার। সে অনুযায়ী শুক্রবার বিকালে পাঁচজনকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এর আগে একজনকে মুক্তি দেওয়া হয়। আইনী প্রক্রিয়া শেষে বাকি ১৩ জনকে দুয়েকদিনের মধ্যে মুক্তি দেওয়া হবে বলে জানান জেলার মহিউদ্দিন হায়দার।

তিনি জানান, ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন। কারাগারে বন্দিদের এ ভীড়ের কারণে করোনা সংক্রমণের আশঙ্কায় লঘুদণ্ডে দণ্ডিত (ছয় মাস থেকে এক বছরের সাজাপ্রাপ্ত) কয়েদিদের তালিকা চান কারা মহাপরিদর্শক। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে ৪৮ জনের একটি তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এর মধ্যে ১৯ জনকে মুক্তির অনুমোদন দেওয়া হয়।

ঢাকাটাইমস/৯মে/পিএল