ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

প্রকাশ | ০৯ মে ২০২০, ২০:৫৬

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটইমস

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত সাংবাদিকদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেপ্তার সংবাদকর্মীদের নিঃশর্ত মুক্তি প্রদানসহ আইনটি বাতিলের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় অর্ধ শতাধিক সংবাদকর্মী হাতে ফেস্টুন নিয়ে হয়রানিমূলক ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।

ফেস্টুনে লিপিবদ্ধ উল্লেখ্যযোগ্য কথাগুলো হলো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর করতে হবে। কার্টুনিস্ট কিশোর ফটো সাংবাদিক কাজল লেখক মোনস্তাক দিবারুলের নামে মিথ্যা মামলা প্রত্যাহার কর।

এ সময় বক্তব্য রাখেন- ঢাকাটাইমস ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার ও উদীচি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)