ফেনীতে বাড়ি বাড়ি সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রকাশ | ০৯ মে ২০২০, ২০:৫৯ | আপডেট: ০৯ মে ২০২০, ২১:০১

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

ফেনী মধ্যবিত্ত ও দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী। শনিবার সকাল ১১টা থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়। জেলার বিভিন্ন স্থানের মধ্যবিত্ত ও দরিদ্র অর্ধশত পরিবারকে এ ত্রাণ দেওয়া হয়।

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি ডাল, দুই কেজি আটা, পাঁচ কেজি আলু, এক কেজি চিনি, দুই কেজি পেঁয়াজ, এক লিটার করে সয়াবিন তেল, লবন ও সাবান  দেওয়া হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক আসিফ আজমিন জানান, সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে এ পর্যন্ত জেলার তিন শতাধিক পরিবারকে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/৯মে/পিএল