বগুড়ায় দুই নারী কনস্টেবল করোনায় আক্রান্ত

প্রকাশ | ০৯ মে ২০২০, ২৩:০৮

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ায় ঢাকাফেরত দুই পুলিশের নারী কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্ত দুই কনস্টেবলের বয়স ২০ এবং ২২ বছর। শনিবার রাত ৯টায় তিনি এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় আক্রান্ত পুলিশের দুই নারী কনস্টেবলই ঢাকায় মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। গত ২৭ এপ্রিল তাদের বদলি হলে তারা বগুড়া পুলিশ লাইন্সে যোগদান করেন। এরপর তাদের করোনা উপসর্গ দেখা দিলে ৬ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। আজকে বগুড়ার ৫৪টি ফলাফলের মধ্যে এই দুই নারী কনস্টেবলের ফলাফল পজিটিভ এসেছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ঢাকা থেকে বদলি হয়ে আসা এই দুই নারী কনস্টেবলকে সঙ্গরোধে রাখা হয়। এরপর নমুনা পরীক্ষায় দুজনের করোনা পজিটিভ পাওয়া যায়।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)