পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

প্রকাশ | ১০ মে ২০২০, ০০:১৯

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার আটঘরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপেক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, শনিবার দুপুরে উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের স্থানীয় চাঁদভা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫/২০ জন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৈয়ব আলীর বাড়িতে হামলা চালিয়ে মারপিট, লুটপাট ও গুলি চালায়। এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও পিটিয়ে ও কুপিয়ে আহত করে চলে যায়। মারপিটে আজিজাল গুলিবিদ্ধসহ আব্দুর রাজ্জাক, রাহেন, নুর মোহাম্মদসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গুরুতর আহত চারজনকে প্রথমে আটঘরিয়া ও অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটঘরিয়া থানার এসআই কনক ঘটনার সত্যতা স্বীকার করেন। বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী অভিযোগ করে বলেন, বিএনপি নেতা আব্দুল হান্নান প্রায়ই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। তার বিরুদ্ধে প্রায় হাফ ডজন মামলা রয়েছে।

(ঢাকাটাইমস/১০মে/এলএ)