জামালপুরে মেয়র-কাউন্সিলরদের সংঘর্ষে আহত ১০

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মে ২০২০, ১৬:১২

জামালপুরে মেয়র ও কাউন্সিলরদের সংঘর্ষে কাউন্সিলর ও যুবলীগ নেতাকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টায় জামালপুর সরিষাবাড়ী পৌরসভায় এ ঘটনা ঘটে। এদিকে সংঘর্ষের পর পরই কাউন্সিলররা সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিচারের দাবি জানান।

আহতরা হলেন- পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কাউন্সিলর কালা চাঁন পাল ও জহুরুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, যুবলীগ কর্মী সাদ্দাম, নান্নু, কফিল, বাবু এবং লিটন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, দুর্নীতির অভিযোগে সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়ার পর মেয়র রোকন তার দেহরক্ষী নিয়ে পৌরসভায় প্রবেশে করেন। এসময় কাউন্সিলররা তার কাছে বকেয়া ভাতা দাবি করলে মেয়র উত্তেজিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাজে মন্তব্য করেন। কাউন্সিলররা মেয়রের এ আচরণের প্রতিবাদ জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মেয়রের দেহরক্ষী ও কাউন্সিলরদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ১০ জন আহত হন।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকাটাইমস/১০মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :